Wellcome to National Portal

নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি), বগুড়া বিভাগ এর তথ্য বাতায়ন এ আপনাকে স্বাগতম। নোটিশ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

প্রধান কার্যাবলী


কার্য পরিধিঃ

ওয়ার্ড পর্যায় থেকে জেলা পর্যায়ে ১০০ শয্যা পর্যন্ত সকল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অবকাঠামো/ স্থাপনা সমূহের নির্মাণ, উন্নীতকরণ, সম্প্রসারণ, মেরামত ও সংস্কার কাজ বাস্তবায়নের দায়িত্ব স্বাস্থ্য প্রকৌশলঅধিদপ্তর (এইচইডি) এর উপর ন্যস্ত করা আছে।এছাড়া মন্ত্রণালয়ের নির্দেশে জেলা হাসপাতাল, জাতীয় পর্যায়ের হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, মেডিকেলকলেজ ও হাসপাতাল নির্মাণ, উন্নীতকরণ, সম্প্রসারণ, মেরামত ও সংস্কার কাজ ও এইচইডি কর্তৃক বাস্তবায়িত হয়।

 

বিভাগ ভিত্তিক কার্য বন্টনঃ

এইচইডি’র কর্ম পরিধি অনুযায়ী ওয়ার্ড পর্যায়ের কমিউনিটি ক্লিনিক নির্মাণ, মেরামত ও সংস্কার কাজ, ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রনির্মাণ, উন্নীতকরণ, মেরামত ও সংস্কারকাজ, উপজেলা পর্যায়ে নতুন ৩১/৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নির্মাণ কাজ, বিদ্যমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমূহকে ৩১ শয্যাথেকে ৫০শয্যায় উন্নীতকরণ কাজ, নতুন ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্রনির্মাণ, জেলা/ উপজেলা ষ্টোর নির্মাণ কাজ, ম্যাটস্, এফডব্লিউভিটিআই, আইএইচটি, নার্সিং ইনষ্টিটিউট, নার্সিংকলেজ, ডায়াবেটিক হাসপাতাল, শিশু হাসপাতাল ইত্যাদি নির্মাণ সহ মন্ত্রণালয় নির্দেশিত অন্যান্য কাজ ও স্বাস্থ্য প্রকৌশলঅধিদপ্তর (এইচইডি) এর উপর ন্যস্ত রয়েছে।